মহাকাশের বিশালতা নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই। আসলে আমরা মহাকাশ সম্পর্কে কতটুকু জানি? আসলে আমরা মহাকাশ সম্পর্কে খুবই কমই জানি। আমি মহকাশের বিশালতা সম্পর্কে বুঝানোর আগে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি সম্পর্কে একটু বলি।
এই গতিতে যদি আমাদের পাশের নক্ষত্র প্রক্সিমা সেন্টোরি যেটি পৃথিবী থেকে ৪.২২ আলোকবর্ষ দূরে, ঘুরে আসতে সময় লাগতে পারে ৫ হাজার বছর।বর্তমান মানুষের তৈরী করা সবচেয়ে দ্রুতগতির মহাকাশ যান হচ্ছে পার্কার সোলার প্রোব। যেটি ঘন্টায় ৬ লক্ষ ৯২ হাজার কিলোমিটার বেগে ছুটতে পারে.তার পরেও এটি লাইট ইয়ার স্পিডের তুলনায় খুবই লগন্য। তবে নাসার ভবিষ্যৎ স্পেসক্রফটের নকশায় স্পিড দেখানো হয়েছে ১০ লাখ+ কিলোমিটার। যেগুলো কিনা ২০৩০ সালের দিকে মিশনে আসতে পারে।
আমাদের মহাকাশের বয়স ১৪ বিলিয়ন বছর। প্ল্যাঙ্ক স্পেস মিশনে ২০১৩ সালে মহাবিশ্বের সবচেয়ে পুরনো আলোটির নিখুঁত একটি নকশা তৈরি করেছিল। এটি পৃথিবী থেকে প্রায় ১৩.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এ থেকে আমরা ধারণা করতে পারি যে, মহাবিশ্বের বয়স ১৩.৮ বিলিয়ন বছর কিংবা তার বেশী। দূরত্বের সাথে আলোর বেগ এর সম্পর্কের দরুণ আমরা বলতে পারি যে, আমাদের বিজ্ঞানীগণ ১৩.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরের যেকোনো অঞ্চল পর্যবেক্ষণ করতে সক্ষম। কিন্তু এটি শুধু আমাদের একটি সাধারণ জ্ঞান মাত্র।
এটির মোট বিস্তৃতি প্রায় ৫০০ মিলিয়ন আলোকবর্ষ। বর্তমানে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে সুপারক্লাস্টারের সংখ্যা প্রায় ১০.২ মিলিয়ন। যদি মহাবিশ্বের ইনফ্লেশন কিংবা স্ফীতি একটি ধ্রুব গতিতে ঘটে থাকে, তবে ওই বিন্দু আজ পৃথিবী হতে প্রায় ৪৬ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। তাই যদি পৃথিবীকে কেন্দ্র হিসেবে ধরি তবে মহাবিশ্বের সমগ্র ব্যাস দাঁড়ায় প্রায় ৯২ বিলিয়ন আলোকবর্ষ। কিন্তু এটা অনুমান। মহাবিশ্বের শেষ প্রান্ত দেখতে না পাওয়ার মানে এই নয় যে, আমরাই মহাবিশ্বের কেন্দ্রে রয়েছি।
তাই বিজ্ঞানীগণ বিভিন্ন উপায়ে মহাবিশ্বের ব্যাপ্তি পরিমাপের চেষ্টা চালিয়েছেন। বর্তমান মহাবিশ্বের ব্যাস আমাদের পর্যবেক্ষণীয় মহাবিশ্বের চেয়ে অন্তত ২৫০ গুন বেশী এবং তা অন্তত ৭ ট্রিলিয়ন আলোকবর্ষ জুড়ে রয়েছে। আসলে এটি সবই অনুমান।
আমরা মহাবিশ্ব সম্পর্কে ১০০ ভাগের ১ ভাগরেও কম জানি।হয়ত ২ ভাগ সম্পর্কে আমরা ধারণা করতে পারি।এবং বাকি ৯৮ ভাগ সম্পর্কে আমরা ধারণাও করতে পারি না।এটায় হল বাস্তবিক আমাদের জানার পরিধি।
যে কোন প্রয়োজনে আমরা আছি -ফেসবুক পেজ: Learn your self
0 মন্তব্যসমূহ